1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনা ভ্যাক্সিন পাচ্ছে নোবিপ্রবির আবাসিক -অনাবাসিক শিক্ষার্থীরা

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ০৮:২৮ পিএম করোনা ভ্যাক্সিন পাচ্ছে নোবিপ্রবির আবাসিক -অনাবাসিক শিক্ষার্থীরা
ফাইল ছবি

নোয়াখালীঃ করোনা পরিস্থিতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিনের  আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।

মঙ্গলবার (৬ জুলাই) অনুষ্ঠিত অনলাইন মিটিং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদার উল আলম,কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ ফারুক উদ্দিন,প্রক্টর অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও হল প্রভোস্টবৃন্দ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় আনার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের আগামী ১২ জুলাইয়ের মধ্যে  নিজ নিজ হলের মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তাদের তথ্য পাঠানোর ক্ষেত্রে নাম, রোল,জাতীয় পরিচয়পত্র নম্বর,মোবাইল নম্বর,কক্ষ নং( আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে) এবং আবাসিক /অনাবাসিক উল্লেখ করে তথ্য পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা তাদের জন্মনিবন্ধন /বিশ্ববিদ্যালয় আইডি/প্রোভিশনাল এনআইডি দিয়ে তথ্য পাঠাতে বলা হয়েছে।এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল সার্জন/স্বাস্থ্যমন্ত্রনালয়/শিক্ষামন্ত্রনালয়ের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের সিদ্ধান্ত জানাবেন এবং শিক্ষার্থীদের উক্ত সিদ্ধান্তের আলোকে রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে হলের মেইল এড্রেস উল্লেখ করা হয়।ভাষা শহীদ আব্দুস সালাম হলের ক্ষেত্রে ash@office.nstu.edu.bd, হযরত বিবি খাদিজা হলের ক্ষেত্রে  provost.bkh@office.nstu.edu.bd, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ক্ষেত্রে muh.nstu@gmail.com এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্ষেত্রে  bfh2nstu@gmail.com এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner