1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জবিতে ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৩ জুন

আতিক ইয়াসির সিয়াম, জবি প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২১, ০৭:৫১ পিএম জবিতে ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৩ জুন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো ও রিভিউ  ক্লাসের ব্যাপারে ১৩ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (৮ জুন) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এর সভাপতিত্বে তার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষার বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল জানান, "আমরা জুলাইয়ে পরীক্ষা নেবো। রিভিউ ক্লাস হবে অনলাইনে।"

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, "আমরা প্রতিটি ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষা নেবো। পরীক্ষা শুরুর আগে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটি পরিকল্পনা করে নেয়া হবে যেনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভীড় বেশি না হয়।"

মিড টার্ম পরীক্ষার ব্যাপারে তিনি জানান, "প্রথম সেমিস্টার পরীক্ষার প্রথম মিডটার্মটি সব বিভাগেই নেয়া শেষ। এক্ষেত্রে শিক্ষকদের দ্বিতীয় মিডটার্ম পরীক্ষাটি এসাইনমেন্ট, কুউজ, ভাইবা বা প্রেজেন্টেশন এর মাধ্যমে নেয়ার কথা বলা হতে পারে। এবিষয়ে শিক্ষকদের ছাড় দেয়া হবে। মোটকথা ফাইনাল পরীক্ষার আগে সশরীরে অন্য কোনো পরীক্ষা নেয়া যাবে না। স্ব স্ব কোর্স টিচার তাদের কোর্সের ফাইনাল পরীক্ষার আগেই মিডটার্ম পরীক্ষা নিতে হবে।"

এ বিষয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. একে এম মনিরুজ্জামান জানান, "আমরা সশরীরে পরীক্ষা নেবো। পরীক্ষার তারিখ ১৩ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।"

তিনি আরও জানান, "রিভিউ ক্লাস ২ সপ্তাহ হবে, তবে রিভিউ ক্লাস, এসাইনমেন্ট এসব অনলাইনে নেয়া হবে।"

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সকল অনুষদের ডীন, ইন্সটিটিউটসমূহের সমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিবহণ প্রশাসক উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner