1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইয়াবাসহ গ্রেফতার, বরখাস্ত হলেন ইবির কর্মচারী বকুল

এম.বি রিয়াদ,ইবি প্রতিনিধি প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৯:০৯ পিএম ইয়াবাসহ গ্রেফতার, বরখাস্ত হলেন ইবির কর্মচারী বকুল
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই কর্মচারীর নাম বকুল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২৯শে মে বিএনসিসি অফিস প্রধানের প্রেরিত তথ্যের ভিত্তিতে উক্ত অফিসের কম্পিউটার অপারেটর বকুল হোসেনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা অনুযায়ী তাঁকে উক্ত পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বিধি মোতাবেক বরখাস্তকালীন জীবনধারণ ভাতা পাবেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ মে) বিকেলে ইবি ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬। পরে শেখপাড়া বাজার থেকে ইবি কর্মচারী বকুল হোসেন ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় অভিযান চালিয়ে তাদের কাছে ৮৯ পিস ইয়াবা পায় র‌্যাবের টিম। পরে তাদের ঝিনাইদহ আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ কয়েকটি মামলা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ২০১৭ সালের ২০ মে ২০০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয় বকুল। সে সময় তাকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner