চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ফরেস্ট্রি ডিপার্টমেন্ট এর ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ বদিউল আলম করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
তিনি উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার কৃতি সন্তান।
চবির ডেপুটি এই রেজিস্ট্রারের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবির) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুর সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, চবির এই রেজিস্ট্রার মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ফরেস্ট্রি ডিপার্টমেন্টে বিভাগের ছাত্রদের রেকর্ড সংরক্ষণকারী অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসাবে দায়িত্বরত ছিলেন।
আগামীনিউজ/নাহিদ