1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লকডাউনে প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের যা করণীয়

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ০২:৪৬ পিএম লকডাউনে প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের যা করণীয়
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে কাল থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। বুধবার (১৪ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে সাতদিনের এই বিধিনিষেধ। এই সময় বন্ধ থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তবে বিধিনিষেধ চলাকালে কোনো শিক্ষক-কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিই সূত্র জানায়, বিধিনিষেধকে কেন্দ্র করে মানুষ যেমন রাজধানী ছাড়ছেন তেমনি অনেক শিক্ষা কর্মকর্তাও ‘স্টেশন লিভ’ করছেন। তবে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মকর্তা তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

সোমবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা।

তিনি বলেন, শিক্ষকদের নিয়োগ উপজেলাভিত্তিক হয়। এছাড়া তাদের স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। তারা তো এলাকায় বা কর্মস্থলেই আছেন। তবে শুনেছি কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করছেন। যদি সংশ্লিষ্টদের না জানিয়ে কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করেন তবে সেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য কাজ ও চলাচলের ওপর বিধিনিষেধ জারি করেছে সরকার। সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, কঠোর লকডাউনে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি সব কর্মকর্তা–কর্মচারীকে নিজ নিজ কর্ম এলাকায় অবস্থান করতে হবে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর ও সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner