1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইবিতে শহীদ জিয়াউর রহমান হলে প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর

এম.বি রিয়াদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০৩:৩৫ পিএম ইবিতে শহীদ জিয়াউর রহমান হলে প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে হলের সদ্য সাবেক প্রভোস্ট ও আইন বিভাগের প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদারের সভাপতিত্বে হলের নতুন প্রভোস্ট ও ইইই বিভাগের প্রফেসর ড. মানজুরুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন ভুঁইয়া, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডল উপস্থিত ছিলেন।

এ ছাড়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, ইইই বিভাগের প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. নজিবুল হক, ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক ও ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কে এম শরফ উদ্দীন।

এর আগে গত ২২ মার্চ প্রফেসর ড. মানজুরুল হককে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব প্রাপ্ত প্রভোস্ট প্রফেসর ড. মানজরুল হক বলেন, ‘এর আগের আমি প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করিনি। দায়িত্ব দেওয়ায় প্রশাসনের প্রতি ধন্যবান জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সুযোগ সুবিধার দিক বিবেচনা করে হলের উন্নয়নে কাজ করে যাবো।’

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner