1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি   প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৩:৫৯ পিএম সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন
ছবি: আগামী নিউজ

কুমিল্লা:  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এই মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, "সাম্প্রদায়িক এসমস্ত ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে কারণ দেশে বিচার হীনতার সংস্কৃতি রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা নৎসাত করার জন্য এসব ঘটনা ঘটানা ঘটছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, আজকে কোথায় সেই নুরু বাহিনী। দেশের যে কোন ক্রান্তিলগ্নে তাদের দেখা মেলে না। কিন্তু গোলযোগ সৃষ্টি করে তারা শান্তি বিনষ্ট করতে খুব পারদর্শী। সুনামগঞ্জের ঘটনা দেশবাসী জানে। আমি উদাত্ত আহ্বান জানাই মামনুল হককে সর্বাবস্থায় প্রতিহত করা হোক। 

এ সময় আরো উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অর্ক গোস্বামী, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner