1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাবি ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১, ১২:১৪ পিএম রাবি ছাত্রীর আত্মহত্যা
ফাইল ছবি

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার রাত ১টা ১৫ মিনিটে মির্জাপুরের রোজা ছাত্রীনিবাসে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শিক্ষার্থীর নাম মুবাশ্বিরা তাহসিন ইরা। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কোনাবাড়ি গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান এবং মতিহার সার্কেলের এডিসি একরাম হোসেন। 

জানা যায়, শনিবার রাত ১টার দিকে সর্বশেষ মোবাশ্বিরার সঙ্গে কথা হয় ওই ছাত্রীনিবাসের অন্য আবাসিক ছাত্রীদের। তারপর তার সাড়াশব্দ না পেয়ে ও দরজা বন্ধ পেয়ে তারা ডাকাডাকি করে। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা। পুলিশ ও আইন বিভাগের সভাপতিকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মতিহার থানা পুলিশ, আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম প্রধান, বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক এম এ হান্নান। পরে ওই ছাত্রীর বাড়িতে খবর দেন তারা।

এ ব্যাপারে হাসিবুল আলম প্রধান বলেন, কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। এডিসি একরাম হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে৷ বিষয়টি দেখছি।  যথাযথ তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আগামীনিউজ/এএইচ   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner