ঢাকাঃ স্কুল-কলেজের ৬ হাজার ৪১০ জন শিক্ষক উচ্চতর গ্রেড পাচ্ছেন। যাচাই-বাছাই শেষে এসব শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে ২ হাজার ৩০ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর এমপিও কমিটির ভার্চুয়াল সভায় ২ হাজার ৩২ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ৭ হাজার ২শর বেশি শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়।
তালিকা থেকে যাচাই শেষে ৬ হাজার ৪১০ জন শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়া ছাড়াও ৬৭ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার বিষয়টিতে অনুমোদন দেয়া হয়েছে।
শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট আপনার আশে-পাশে ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডট কম এর শিক্ষা পাতায়।
আগামীনিউজ/আশা