1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রাথমিকের প্রধান শিক্ষকদের শিগগিরই পদোন্নতি

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০, ০১:৩৭ পিএম প্রাথমিকের প্রধান শিক্ষকদের শিগগিরই পদোন্নতি
ফাইল ছবি

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিগগিরই পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি জানিয়েছেন, ওই পদে চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের চূড়ান্ত তালিকা যাচাই-বাছাইয়ের পর শিগগিরই সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রেরণ করা হবে।

পিএসসি অনুমোদন দিলে তাদেরকে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে জানিয়ে মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে তাদেরকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ডিজি অফিসকে বলা হয়েছে যোগ্যদের তালিকা পাঠাতে। প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণির করা হয়েছে। সে কারণে পদোন্নতি দিতে পিএসসির সুপারিশ লাগবে।’

তিনি বলেন, ‘চেকলিস্ট করে দিয়েছি। সে অনুযায়ী কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। ডিজি অফিস কাগজপত্র পাঠালে যাচাই-বাছাই করে পিএসসিতে পাঠাবো। অনুমোদন পেলে পদোন্নতি দেওয়া হবে।’

জানা গেছে, দেশে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তিনটি ধাপে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণ করা হয়েছে। যে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নেই, সেখানে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষক চলতি দায়িত্বে রয়েছেন।

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডট কম এর শিক্ষা পাতায়।

আগামীনিউজ/আশা

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner