1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঢাবি ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ১১:১২ এএম ঢাবি ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশন

ঢাকা : মরণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

শনিবার (১৪ মার্চ) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা এই কর্মসূচি শুরু করে।

অনশনকারীরা শিক্ষার্থীরা হলেন, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের হাসান বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কে এম তূর্য, একই বিভাগের অন্য ছাত্র প্লাবন এবং মনোবিজ্ঞান বিভাগের মোহাম্মদ জুনায়েদ হোসেন খান। ওই চার শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনায় ব্যাপক সংক্রমণের মধ্যে গত রোববার প্রথমবারের মতো বাংলাদেশও তিনজন এই ভাইরাসের আক্রান্ত বলে নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জনিয়েছিল, তিনজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ। সম্প্রতি তাদের মধ্যে দু’জন ইটালি ভ্রমণ করেন। তারা বাংলাদেশে ফেরত এসে নিজেদের বাড়িতে থাকার পর আরো একজন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। 

এদিকে, গতকালসংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে নতুন করে আরো দুই ব্যক্তি কারোনাভাইরাসে আক্রান্ত। তারা ইটালি এবং জার্মানি থেকে ঢাকায় আসেন।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner