
ঢাকাঃ দিনভর সূচকের অস্থিরতার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৪ অক্টোবর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে দশমিক ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট।
ডিএসইর দেওয়া তথ্য মতে, বিমা ও খাদ্য খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বুধবার বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।
এদিন বাজারে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির। বিপরীতে কমেছে ৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম।
বাজারে ৮ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ২৮০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪৫০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রয়েল টিউলিপ সি পার্ল এর শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইনস্যুরেন্স, ফুয়াং ফুড, এইচআর টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি বেগ ওভেন ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুডস এবং ইউনিয়ন ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।
অন্যদিকে, সিএসইয়ের প্রধান সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ পয়েন্টে। সিএসইতে ১২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
দিন শেষে সিএসইতে ২২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৪৩৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২১৪ টাকার শেয়ার।
এমআইসি/