1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ১১:১৩ পিএম আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ
ফাইল ছবি

ঢাকাঃ মে–জুন সময়ের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১০ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ ২৯.৯৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। আগের দিন যা ছিল ৩১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। গত মে মাসের পর আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ।

বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আকুর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পর আমদানি বিল পরিশোধ করে এবং বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাধারণত কমে যায়। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২১ সালের আগস্টে। এরপর ধারাবাহিকভাবে তা কমতে থাকে। দীর্ঘ সাত বছর পর গত মে মাসে ১.১৮ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করেছিল। এতে রিজার্ভ ২৯.৭৭ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

তবে গত ২৬ জুন এডিবি ও বিশ্বব্যাংকের ৫২ কোটি ডলারের ঋণ, জুনে রপ্তানি ও রেমিট্যান্স ভালো প্রবৃদ্ধির ফলে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ১৯ বিলিয়ন ডলার। এখন তা আবার কমল।

আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ১১২ কোটি, মার্চে ১০৫ কোটি এবং মে মাসে পরিশোধ করা হয় ১১৮ কোটি ডলার।

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner