1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শেয়ারবাজারের জরুরী সভা ডেকেছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৬:২৪ পিএম শেয়ারবাজারের জরুরী সভা ডেকেছে অর্থ মন্ত্রণালয়

শেয়ারবাজার নিয়ে জরুরী সভা ডেকেছে অর্থ মন্ত্রণালয়। দেশের পুঁজিবাজারের টানা দর পতনের মধ্যে এ বৈঠকের ডাক দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২০ জানুয়ারি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেন সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

এদিকে, মঙ্গলবার ঢাকার শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটনা ঘটেছে। ঢাকার শেয়ারবাজার চিত্রে দেখা গেছে, এ দিন ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৮৭.২৪ পয়েন্ট কমে ৪০৩৬.২৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৬.১৪ পয়েন্ট কমে ১৩৬১.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২২.৯৪ পয়েন্ট কমে ৯০৭.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবনার যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে গঠিত কমিটি এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পদকের সঙ্গে আলোচনার জন্য আগামী ২০ জানুযারি জরুরী সভা অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আগামী নিউজ/জেএস/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner