1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাসির গ্লাসের বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৪:৪১ পিএম নাসির গ্লাসের বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ
ছবি: সংগৃহীত

ঢাকাঃ বৃহৎ কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ১৪.৬৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলাও হয়েছে।

ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ২০১৪ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত নাসির গ্লাসের অনিয়ম নিয়ে তদন্তটি পরিচালনা করেন।

ভ্যাট গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ভ্যাট ফাঁকি শনাক্ত করতে দুই পদ্ধতিতে এগোচ্ছে ভ্যাট গোয়েন্দা। প্রথমত, বিভিন্ন প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালনা করা। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর সঙ্গে ভ্যাট রিটার্নে জমা দেয়া তথ্য বিশ্লেষণ করা। দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির অডিট প্রতিবেদন, দাখিলপত্র পর্যালোচনা করেই মামলার প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানায় ভ্যাট গোয়েন্দারা।

এসময়ে প্রতিষ্ঠানটি ২,০৯,০৯,৮৩৩ টাকা ভ্যাট পরিশোধ করেছে; কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় মূসকের পরিমাণ ছিল ৫,২৯,১২,৯৩৮ টাকা। অপরিশোধিত মূসক ৩,২০,০৩,১০৫ টাকা ভ্যাট ফাঁকি উৎঘাটন করা হয়।

তদন্ত মেয়াদে প্রতিষ্ঠানটি সর্বমোট অপরিশোধিত মূসক এর পরিমাণ ১১,২১,৮২,১১৯ টাকা এবং সুদ বাবদ ৩,৪৪,০২,০৫৪ টাকাসহ ১৪,৬৫,৮৪,১৭৩ টাকা ফাঁকির তথ্য পাওয়া যায়।

এমন পরিস্থিতিতে ফাঁকি দেয়া ভ্যাট আদায় ও আইনি পদক্ষেপগুলো নিয়ে পরিবর্তি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম মনিটরিং করার জন্যও সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারকে অনুরোধ করেছে ভ্যাট গোয়ন্দারা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner