1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালাবে স্পাইসজেট

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০, ১২:২১ পিএম চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালাবে স্পাইসজেট
ছবি সংগৃহীত

চট্টগ্রামঃজেলায় চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্পাইসজেট। আগামী ৫ নভেম্বর থেকে সপ্তাহে চারটি ফ্লাইট নিয়মিত যাতায়াত করবে।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) স্পাইস জেটের চট্টগ্রাম ইনচার্জ মো. আসিফ চৌধুরী বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি বলেন, যাত্রীদের সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিত করবে স্পাইসজেট। প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট নিয়মিত যাতায়াত করবে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফ্লাইট বাড়ানোর চিন্তা ভাবনাও রয়েছে বলে তিনি জানান।

জানা যায়, চট্টগ্রাম-কলকাতার একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬১৩ টাকা। যাওয়া-আসার জনপ্রতি ভাড়া ১০ হাজার ১০৪ টাকা।

প্রাথমিকভাবে সপ্তাহের চার দিন- শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ৭৮ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এ সংস্থা। নির্ধারিত দিনে সকাল ১০টা ৫ মিনিটে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পৌনে ১২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর দুপুর সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান বলেন, শিগগির চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালুর জন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি ইউএস বাংলার পরিকল্পনা রয়েছে। এ রুটে যদি নতুন কোনো এয়ারলাইন্স যুক্ত হয় তার জন্যও আমাদের প্রস্তুতি রয়েছে। 
 
তিনি বলেন, করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি। আন্তর্জাতিক ফ্লাইটে নির্দিষ্ট পরিমাণ আসন খালি রাখতে হবে। 

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner