ঢাকাঃ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের তৈরি পোশাক খাতে সৃষ্ট সংকট এখনো কাটিয়ে উঠতে পারেননি পোশাক শিল্প মালিকরা। সে জন্য শ্রমিকদের বেতন দিতে আরও তিন মাসের প্রণোদনার টাকা চেয়ে সরকারকে চিঠি দিয়েছেন তারা। চলতি আগস্ট, আগামী সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাসের জন্য প্রণোদনার টাকা চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ আগস্ট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর এই চিঠি পাঠিয়েছে দেশীয় তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।
ওই চিঠিতে বলা হয়েছে, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে এখনো সংকট চলছে। করোনা মহামারিতে বিপুল সংখ্যক ক্রয়াদেশ স্থগিত ও বাতিল হয়ে গিয়েছে। ফলে শ্রমিকদের বেতন পরিশোধ করার মতো সক্ষমতা হারিয়েছেন পোশাক শিল্পের মালিকরা।
চিঠির বিষয়ে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, শ্রমিকদের বেতন দিতে আরো প্রণোদনার জন্য পোশাক মালিকদের পক্ষ থেকে তার কাছে চিঠি এসেছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীনিউজ/এএইচ