1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বৈশাখে ইলিশে আগ্রহ নেই ক্রেতাদের 

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২০, ১০:৪৪ এএম বৈশাখে ইলিশে আগ্রহ নেই ক্রেতাদের 

ঢাকা : আজ পয়লা বৈশাখ। প্রতি বছর নানা আয়োজনে দিনটা উদ্‌যাপন করে বাঙালি। এই দিনটিকে ঘিরে সব শ্রেণি পেশার মানুষ নিজ নিজ সাধ্য অনুযায়ী দিনটি শুরু করে পান্তা-ইলিশ দিয়ে। আর এ সুযোগটাই নেন ব্যবসায়ীরা। স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ দাম বাড়িয়ে দেন ইলিশের।

তবে এবারই প্রথম, যেখানে বাজারে সব ধরনের (ছোট, বড়) ইলিশ থাকলেও ক্রেতা ছিলো না। অনেক বিক্রেতা বড় ইলিশ পূর্ব থেকে মজুদ করে রেখেছিলেন বৈশাখের বাজার ধরতে। সেটা আর হলো না। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এ বাজারগুলোতে ক্রেতা না থাকায় আড্ডায় সময় কাটাছে ব্যবসায়ীদের। বর্তমানে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১১৫০ থেকে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, প্রতি ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০৬০ টাকা, ৭৫০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজিদরে, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজিদরে। আর জাটকা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিদরে।

এদিকে, করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানী ঢাকাসহ দেশের সব স্থানের শপিংমল ও ছোট বড় মার্কেট বন্ধ রয়েছে। যার কারণে পয়লা বৈশাখ ঘিরে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য হয়নি। যার আঘাত পড়েছে বৈশাখী বাণিজ্যে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner