1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনার প্রভাবে প্রবৃদ্ধির কমতে পারে ৩% পর্যন্ত: বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০৩:৪২ পিএম করোনার প্রভাবে প্রবৃদ্ধির কমতে পারে ৩% পর্যন্ত: বিশ্ব ব্যাংক

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের শিল্প বাণিজ্যখাতের অনেক লোক চাকুরি হারাবে। এছাড়া দরিদ্র ও অতি দরিদ্র মানুষ খাদ্যাভাব সহ অর্থনৈতিক সংকটে পড়বে। এতে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। এর ফলে জিডিপি প্রবৃদ্ধির হার অর্ধেকের বেশী কমে ২-৩ শতাংশ পর্যন্ত নেমে আসতে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস থেকে এসব তথ্য জানা যায়।

রবিরবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব তথ্য জানায়।
করোনার চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সংস্থাটি থেকে প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়, মহামারীর বিস্তার অব্যাহত থাকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি গত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে বলে। এর মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার সরকারি প্রাক্কলনের অর্ধেকেরও বেশি কমে ২-৩ শতাংশের মধ্যে নেমে আসতে পারে।

সংস্থাটি বলছে দ্রুত জরুরি ব্যবস্থা না নিলে দেশের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বিশ্বব্যাংক বলছে, এই মহামারীর পরিস্থিতির বিস্তার ও স্থায়িত্বের উপর অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি নির্ভর করবে। আপাতত গত ৭ এপ্রিল পর্যন্ত সময়ের সরকারি তথ্য-উপাত্তের ভিত্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী নিউজ/ সাইফুল/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner