দেশে পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে নতুন কর্মসূচি গ্রহণ করেছে জার্মানভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান রুটস অফ ইমপ্যাক্ট (আরওআই), দেশের ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স (এলসিপি) ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক আর্থিক সহযোগী এজেন্সি- সুইস এজেন্সি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বাংলাদেশের স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনীর মাধ্যমে ‘বিনিয়োগ বৃদ্ধি’ -এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
এজন্য সুইস এজেন্সি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) আগামী চার বছরে প্রায় ৭-৮ কোটি টাকা তহবিল গঠনের পরিকল্পনা করেছে।
'বি-বৃদ্ধি- স্কেলিং ইমপ্যাকট এন্টারপ্রাইজস অফ বাংলাদেশের (বিনিয়োগ-বৃদ্ধি)’ শিরোনামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইস এজেন্সি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন-এর সহযোগিতা উপ-পরিচালক ডেরেক জর্জ, রুটস অফ ইমপ্যাক্ট (আরওআই)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেয়র্ন স্ট্রুয়ার এবং লাইটক্যাসল পার্টনার্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন এসডিসি’র প্রোগ্রাম ম্যানেজার আমিনা চৌধুরি, আরওআই-এর প্রোগ্রাম ম্যানেজার ম্যাক্সিম চাংসহ বেসরকারি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এই উদ্যোগের উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, সহায়তা সংস্থা, বেসরকারি খাতের নীতিনির্ধারক ও গবেষককদের একটি প্লাটফর্ম, যাতে তথ্য জানার পাশাপাশি ও তারা নতুন উদ্যোগ সম্পর্কে জানতে পারবেন। এর ফলে প্রতিষ্ঠানসমূহ পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগে উৎসাহী হবেন।
এর উদ্দেশ্য সম্পর্কে লাইটক্যাসল পার্টনার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, বিজন ইসলাম জানান, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক ও পরিবেশগত উন্নয়নে দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে যে সকল নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারী পরিবেশগত সমস্যা মোকাবেলা ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, তাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানো হবে। এতে পরিশেগত চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানবৃদ্ধি ঘটবে।
আপাতত এই কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের কাছ থেকে ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র আহবান করা হবে।
আবেদনকারীরা www.sie-b.org এই ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
আগামীনিউজ/ইমরান/নুসরাত