
ঢাকা : করোনাভাইরাসের কারনে দেশের তৈরি পোশাক (গার্মেন্ট) খাত ভয়াবহ সময় যাচ্ছে বলে দাবি করেছেন, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। তবে চলতি পরিস্থিতিতে কোনো শ্রমিক ছাঁটাই হবে না বলেও তিনি জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ ) রাজধানীরে সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আগামী নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ক্রেতাদের সব ক্রয় আদেশ বন্ধ হয়ে যাচ্ছে। এখন উনারা বলার চেষ্টা করছেন যে, পণ্য নিয়ে কি করবো, স্টোরে (দোকানে) লোক নেই। বেশিরভাগ ক্রেতার বলছেন, আপনাদের (গার্মেন্ট কারখানায়) নিকেট যে কাপড় রয়েছে তা কাটবেন না, অথবা কেটে ফেললে সেলাই করবেন না, সেলাই করলে সিপ্ট করবে না।’
ড. রুবানা বলেন, ‘ঘটনা সত্য হলেও এখনো কিন্তু ক্রেতারা ডাবল ডিজিটে প্রফিট করেন। তাদের কিন্তু মুনাফা হচ্ছে, ক্ষতি হয়না। কিন্তু আমাদের ক্ষেত্রে এসব মেনে নিলে শ্রমিকদের বেতন দেয়া, বোনাস দেয়া এবং বেক টু বেক এলসির পেমেন্ট করা আটকে যাবে।’
তিনি বলেন, আমরা প্রচণ্ড একটি ক্যাশ ফ্লো ক্রাইসিসে পড়বো। ভয়াবহ সময় যাচ্ছে আসলে। আমরা আশাকরি, এতো নিরাশ না হয়ে, এতো ভয় না পেয়ে, কি করে উত্তোরণ করতে পারি তা ঠিক করা। মূলত এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ।’
তিনি আরো বলেন, ‘আমাদের উপর বেশি চাপ। মায়ানমার, কম্বোডিয়া কিন্তু তাদের শ্রমিক ছাঁটাই শুরু করেছ। আমরা কিন্তু শ্রমিক ছাঁটাই করবো না। কারন আমার শ্রমিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শ্রমিকদের কথা বিবেচনা করে ক্রেতাদের বলেছি, দয়া করে আপনার ওয়াডার বাতিল করবেন না। পরে আপনারা এটি সমন্বয় করে নিয়েন।
আগামীনিউজ/জুনায়েদ/হাসি