1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পেঁয়াজের ঝাঁজ কমলেও সবজিতে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৩, ২০২০, ০৯:৪১ এএম পেঁয়াজের ঝাঁজ কমলেও সবজিতে অস্বস্তি

ঢাকা : সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ঊর্ধ্বমুখী রয়েছে প্রায় সকল ধরনের সবজি। সবজিভেদে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সেই সাথে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস। তবে অপরিবর্তিত আছে মুরগি ও ডিমের বাজার। এদিকে গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম।

শুক্রবার (১৩ মার্চ)  রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সবজি বাজারে কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা বেড়ে বরবটি ১২০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, সিম ৫০-৬০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, করলা ৮০-১০০ টাকা, উস্তি ১২০ টাকা, বেগুন ৬০-১০০ টাকা, গাজর বিক্রি ৪০-৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৬০-৮০ টাকা, বড় কচু ৫০ টাকা, বিট ৩০-৪০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, সিমের বিচি ১০০-১২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

দাম বেড়েছে শাকের বাজারেও। বাজারে প্রতি আটি (মোড়া) কচু শাক ১০ টাকা, লাল শাক ১০-১৫ টাকা, মূলা ১৫ টাকা, পালং শাক ১৫ টাকা, লাউ ও কুমড়া শাক ৩০-৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮০ টাকা, মহিশের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত আছে মুরগি ও ডিমের বাজার। এসব বাজারে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৩০ টাকা, লেয়ার ২০০ টাকা থেকে ২২০ টাকা, সাদা লেয়ার ১৭০ টাকা, সোনালি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে। লাল ডিম প্রতি ডজন ৯০-৯৫ টাকা, দেশি ১৬০ টাকা, সোনালী ১৪০, হাঁস ১৩০-১৪০, কোয়েল প্রতি ১০০ পিস ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন মাছ। বর্তমানে প্রতি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে ১১০০ টাকা, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা, ছোট ইলিশ আকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাচকি ৩৫০ টাকা কেজি, মলা ৩৫০টাকা, ছোট পুটি (তাজা) ৪৫০ থেকে ৫০০ টাকা, শিং ৩৫০ থেকে ৬০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি (গলদা) ৪৫০-৬৫০ টাকা, বাগদা ৪৫০-৯০০ টাকা, দেশি চিংড়ি ৩০০ থেজে ৪৫০ টাকা, রুই (আকারভেদে) ২৫০-৩৫০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা, কৈ ১৮০-২০০ টাকা, কাতল ২২০-৩০০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।

দাম কমেছে পেঁয়াজ ও রসুনের। এসব বাজারে কেজিপ্রতি ১০-৩০ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিদরে। এক সপ্তাহ আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৭০-৮০ টাকা কেজিদরে। এছাড়া দাম কমে প্রতিকেজি চায়না মোটা পেঁয়াজ ৬০, রসুন দেশি ৯০ থেকে ১০০ টাকা, চায়না ১৪০-১৫০, তিন কোয়া রসুন ১৮০০, আদা ১৩০-১৪০ টাকা কেজিদরে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner