
ঢাকা : পরিকল্পানামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, চলতি অর্থবছরে ৮ মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৭.০৯ শতাংশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে পরিকল্পনা মন্ত্রী এসব তথ্য দেন।
তিনি জানান, এ বছরে এডিপি বাস্তবায়নের হার গত অর্থবছরে একই সময়ের তুলনায় কিছুটা কম। গত অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৩৯.১৩ শতাংশ।
মন্ত্রী বলেন, ‘গত ৮ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৭৯ হাজার ৭৮৫ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে গত অর্থবছরে ৮ মাসে ব্যয় হয়েছিল ৭০ হাজার ৭৭১ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে অর্থ ব্যয় বেশি হয়েছে।’
করোনাভাইরাসের কারণে এডিপিতে প্রভাব পড়তে পারে জানিয়ে মন্ত্রী বলেন, এতে আশংকার কিছু নেই।
আগামীনিউজ/মিঠু/সবুজ