1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

একদিনেই শেয়ারবাজার সূচক হারিয়েছে ২৮০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০৬:৫৮ পিএম একদিনেই শেয়ারবাজার সূচক হারিয়েছে ২৮০ পয়েন্ট

শেয়ারবাজারের নানা সমস্যার মধ্যে নতুন করে বির্পযয় এসেছে করোনাভাইরাস। রোববার (৮ মার্চ) দেশ আক্রান্তের সংবাদে সোমবার (৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড মূল সূচক হারিছে প্রায় ২৮০ পয়েন্ট পর্যন্ত।

ডিএসই সূত্র জানিয়ছে, সোমবার ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএস) আগের কার্যদিবসের (রোববার) চেয়ে ২৭৯ দশমিক ৩২ পয়েন্ট কমে ৪০০৮ দশমিক ০৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৩৪৬ দশমিক ১১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬৯ দশমিক ৮০ পয়েন্ট কমে ৯২৯ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পনির মধ্যে সোমবার দাম বেড়েছে ২টির, কমেছে ৩৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ার।

গতকাল দেশের শেয়ারবাজার সম্পর্কে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘সরকারের কাজ হবে পুঁজিবাজারকে সমৃদ্ধ করার জন্য এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। দেশের সমষ্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার রিফ্লেকশন যাবে পুঁজিবাজারে। এটা ডাইরেক্ট লিংক। তারপরও অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠনঠন। সেটাতো হতে পারে না। সুতরাং এর কারণগুলো আপনাদের খুঁজে বের করতে হবে।’

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ২০ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ১৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৯৯ কোটি ৩৫ লাখ ২ হাজার ৭২০ টাকা।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-  স্কয়ার ফার্মা, গ্রামীনফোন লিঃ, লাফার্জহোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, সী পার্ল বীচ, ব্র্যাক ব্যাংক লিঃ,   ওরিয়ন ইনফিউশন, ব্যাংক এশিয়া লিঃ, ভিএফএস থ্রেড ও ওরিয়ন ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান কোম্পানি হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, অগ্রনী ইন্সুরেন্স, আনলিমা ইয়ার্ন, বীকন ফার্মা, সিভিওপিআরএল, ইন্দো-বাংলা ফার্মা, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, পেনিনসুল চিটাগং ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

আগামীনিউজ/জুনায়েদ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner