1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গ্রামীণফোনের আইনি প্রক্রিয়ার সন্তোষজনক সমাধান চায় নরওয়ে

আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ০৪:১১ পিএম গ্রামীণফোনের আইনি প্রক্রিয়ার সন্তোষজনক সমাধান চায় নরওয়ে

ঢাকা: গ্রামীণফোন ও বিটিআরসির মধ্যে যে আইনি প্রক্রিয়া চলছে তার সন্তোষজনক সমাধান চায় নরওয়ে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নরওয়ে-বাংলাদেশ পররাষ্ট্র সচিবদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন নরওয়ের পররাষ্ট্র সচিব টরি হারট্রিম। এসময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গ্রামীণফোনের বিষয়টি আদালতে চলে গেছে। এটি এখন কোর্টের বিষয়। তারপর এটি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি। পুঁজিবাজারে আমাদের বিনিয়োগ রয়েছে। এ সমস্যার সমাধান হয়ে গেলে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়বে।

তিনি আরো বলেন, নরওয়ে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে আগামীতে আরো বিনিয়োগ করবে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, সামনে সিকিউরিটি কাউন্সিলের নির্বাচন। সেখানে নরওয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নরওয়ে সিকিউরিটি কাউন্সিলের সদস্য হলে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে নরওয়ে। সম্প্রতি তারা বিনিয়োগ করেছে। আগামীতে তারা আরো বিনিয়োগ করবে বলেও জানিয়েছেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ ও দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। তারা সব বিষয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের পাশে ছিল নরওয়ে। সব সময় তারা আমাদের পাশে রয়েছেন। গ্রামীণফোনের বিষয়টি নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে আদালতের পূর্ণ রায় চেয়েছে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner