1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আট মাসে প্রবাসী আয় বেড়েছে ২০ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ১০:০৯ এএম আট মাসে প্রবাসী আয় বেড়েছে ২০ শতাংশ 
সংগৃহীত ছবি

ঢাকা : চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-১৯ থেকে ফেব্রুয়ারি-২০) প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১ হাজার ২৪৯ কোটি ১৫ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় (১ ডলার, ৮৫ টাকা ধরে) ১ লাখ ৬ হাজার ১৭৭ কোটি ৭৫ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-১৮ থেক ফেব্রুয়ারি-১৯) রেমিট্যান্স আসে ১ হাজার ৪১ কোটি ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সিরাজুল ইসলাম বলেন, সরকারের ২ শতাংশ নগদ প্রণোদনা এবং বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কারণে বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, একক মাস হিসাবে গত ফেব্রুয়ারির চেয়ে এ বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বেড়েছে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলে ১৪৫ কোটি ২০ লাখ ডলার সমমূল্যের অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের ফেব্রুয়ারি চেয়ে ১০ শতাংশ বেশি। গত বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৩১ কোটি ৭৭ লাখ ডলার।

রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আড়াই বছর পর আবারো ১ মার্চ তিন হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। এই রিজার্ভ দিয়ে আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

গত বছর জানুয়ারিতে প্রবাসীরা ১৫৯.৭২ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। এরপর ফেব্রুয়ারিতে ১৩১.৭৭, মার্চে ১৪৫.৮৬, এপ্রিলে ১৪৩.৪৩ কোটি ডলার রেমিট্যান্স আসে। পরে মে মাসে আবার রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসে ১৭৪.৮১ কোটি মার্কিন ডলার। এরপর গত জুনে ১৩৬.৮২ কোটি ডলার রেমিট্যান্স পাঠা প্রবাসীরা।

এদিকে, চলতি অর্থবছরে ১৯ জুলাই রেমিট্যান্স আসে ১৫৯.৭৬ কোটি ডলার। এরপর গত আগস্টে ১৪৪.৪৭ কোটি ডলার, সেপ্টেম্বরে ১৪৭.৬৯ কোটি ডলার, অক্টোবরে ১৬৩.৯৬ কোটি এবং নভেম্বরে ১৫৫.৫২ কোটি, ডিসেম্বর মাসে ১৬৮.৭০ ডলার, জানুয়ারি-২০ মাসে ১৬৩ কোটি ৮০ লাখ ডলার এবং সর্বশেষ ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স আসে ১৪৫.২০ কোটি ডলার।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner