1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গাইবান্ধার তৈরী কচুরীপানার সামগ্রী বিক্রি হচ্ছে বিদেশে

মানিক সাহা, জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০২:২৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার পিছিয়েপড়া উপজেলা ফুলছড়ি। বন্যা, নদীভাঙ্গন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয় এই উপজেলার মানুষদের। জীবন সংগ্রামে প্রতিটি ধাপে তাদের মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতার।  তবুও থেমে নেই এই উপজেলার সংগ্রামী মানুষের পথচলা। জীবন সংগ্রামে ঘুরে দাঁড়াতে নিরন্তর প্রয়াস তাদের।

ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের সুভাষ চন্দ্র বর্মণ যেন আলোক বর্তিকা হয়ে দাঁড়িয়ে আছেন বন্যা আর নদী ভাঙ্গণে নি:স্ব হয়ে যাওয়া মানুষকে পথ দেখাতে। তিনি গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর, তালতলা এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে গড়ে কচুরীপানাভিত্তিক হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র। এসব কেন্দ্রে কাজ শিখে এখানেই কাজ করছেন প্রায় ২৫০ জন নারী। দাড়িয়াপুর, তালতলা, কঞ্চিপাড়া, ভাষানচর, মদনেরপাড়া বাগুরিয়া গ্রামের প্রায় প্রতিটি বাড়ির উঠানে নারীরা কাজ করছেন কচুরীপানা নিয়ে।

এতদিন কচুরীপানা পশুখাদ্য হিসেবে ব্যবহার হলেও এখন তাঁরা কচুরীপানা দিয়ে তৈরী করছেন দৃষ্টিনন্দন ফুলের টব, ঝুড়ি, ভ্যানিটি ব্যাগ, মাদুর, ফুলের ডালা সহ নানা ধরণের বাহারী তৈজসপত্র। যে কচুরীপানা ডোবা-নর্দমায় অবহেলায় পড়ে থাকে এবং পঁচে নষ্ট হয় এখন তা দিয়ে তৈরী হরেক সৌখিন সামগ্রী দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বিক্রি হচ্ছে। ফলে এই হস্তশিল্পকে কাজে এখানকার গরীব নারীরা পুরুষদের পাশাপাশি সাংসারের স্বচ্ছলতা আনতে ভুমিকা রাখছেন। গাজীপুরের একটি তৈরী পোষাক কারখানায় তিনি চাকুরি নেন। এক সময় তাঁর মায়ের মৃত্যুতে বাড়িতে আসেন এবং তখন তার চাকুরি চলে যায়, বন্ধ হয়ে যায় তাঁর আয় রোজগারের পথ। কাজের সন্ধানে ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়। এক সময় হস্ত শিল্প কারখানার সাইনবোর্ড দেখতে পান তিনি। সেখানে গিয়ে কথা বলে কাজ শেখেন এবং দৈনিক ইনকাম করা শুরু করেন। ওই কারখানায় প্রায় পাঁচ বছর কাজ করার পর ২০১৬ সালে চলে আসেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে। প্রথমে ২৫ জন মহিলা দিয়ে কাজ শুরু করলেও এখন তার চারটি কারখানায় দৈনিক ১০০ জন কর্মী কাজ করছেন। পণ্যের আকারের ওপর ভিত্তি করে মজুরি দেন। প্রতিটি পণ্যসামগ্রী তৈরিতে ২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দেন।

তাঁর কারখানার তৈরিকৃত পণ্যসামগ্রী গাজীপুর সেনাকল্যাণ ইকোবাংলা জুট মিল কোম্পানীতে বিক্রয় করেন। বর্তমানে প্রতি মাসে ১০ থেকে ১২ লক্ষ টাকার কচুরিপানার হস্তশিল্প পণ্যসামগ্রী সরবরাহ করেন। ইকোবাংলা জুট মিল থেকে এসব পণ্য নেদারল্যান্ড, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে রফতানী হয়। 

কচুরীপানার সামগ্রী তৈরী করে বাড়তি আয় করতে পেরে খুশি এই গ্রামের অনেকেই। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন ও প্রচেষ্টা রয়েছে তাদের।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, এই শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। 

 

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner