1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিমানের সিটের হাতলে ১৭ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৮:৫২ এএম বিমানের সিটের হাতলে ১৭ কোটি টাকার স্বর্ণ

ঢাকা : সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজনেস ক্লাসের চারটি সিটের হাতলের ভেতর থেকে ১৭ কোটি টাকা মূল্যের ২৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিজনেস ক্লাসের সিটের হাতলে বিশেষভাবে লুকানো অবস্থায় ওই স্বর্ণগুলো উদ্ধার হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, কাস্টমস গোয়েন্দা রাত পৌনে ৮টার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ তল্লাশিকালে বিজনেস ক্লাসের চারটি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু পায়।

পরে ওই বস্ত বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১ কেজি করে। স্বর্ণবারগুলোর মোট ওজন প্রায় ২৪ কেজি। এর মূল্য প্রায় ১৭ কোটি টাকা। উদ্ধার স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

আগামী নিউজ/ মোরসু/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner