1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জালিয়াতি করে ১২ কোটি টাকা ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০৭:৩২ পিএম জালিয়াতি করে ১২ কোটি টাকা ভ্যাট ফাঁকি

ঢাকাঃ জাল চালানের মাধ্যমে একটি স্টিল কারাখানায় ১২ কোটি ১৩ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ফাঁকির প্রমাণ পেয়েছে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট।

রবিবার (১২ জানুয়ারি) ঢাকা পশ্চিম ভ্যাটের কমিশনার ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেন।  

অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম আটলান্টা স্টিল এন্ড টেকনোলজিস লিমিটেড, যেটির ঠিকানা বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, সাভার। এটি মূলত বিভিন্ন স্টিল স্ট্রাকচার ও বিদ্যুতের সরঞ্জাম তৈরি করে। স্টিল কারখানাটি দেড় বছরে ওই টাকা ফাঁকি দিয়েছে বলে অভিযানে বেরিয়ে এসেছে।

ড. মইনুল খান বলেন, ‘এনবিআরের নির্দেশে আমরা ব্যবসায়ীদের নতুন আইন পরিপালনে উদ্বুদ্ধ করছি। তবে কেউ ভ্যাট ফাঁকির সাথে জড়িত হলে আইনে বর্ণিত যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তদন্ত অনুসারে আটলান্টিক নামীয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ভ্যাট বিভাগের (সাভার) প্রধান উপকমিশনার মো. খায়রুল আলম ও তার দল অভিযানটি পরিচালনা করেন।

ভ্যাট কর্তৃপক্ষ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর কারখানাটি পরিদর্শন করে। এতে ফ্যাক্টরি প্রাঙ্গন থেকে মূসক রেজিস্টার ও অন্যান্য বাণিজ্যিক কাগজপত্র জব্দ করা হয়। এসব কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, প্রতিষ্ঠান হতে জব্দকৃত আয়-ব্যয় হিসাব এবং ইস্যুকৃত মূসক চালান অনুযায়ী মাসিক দাখিলপত্র পেশ করা হয়নি।

২০১৮-২০১৯ অর্থবছরে আয়-ব্যয় হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় করেছে প্রায় ১২৬ কোটি টাকার পণ্য। কিন্তু তারা ভ্যাট জমা দিয়েছে মাত্র ৬.৬৯ কোটি টাকা। প্রাথমিক হিসাব অনুসারে প্রতিষ্ঠানটির আরো ১২.১৩ কোটি টাকা ভ্যাট প্রদেয় হয়েছিল। যা কারখানাটি গোপন করে। ভ্যাট দল পরিদর্শনকালে ১২.৩ টাকার নথিপত্র জব্দ করা হয়। এসবের ভেতর ডুপ্লিকেট ফর্ম মূসক ৬.৩ নামের বেশ কয়েকটি বইও পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনের আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আগামীনিউজ/এমআরএস/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner