ঢাকাঃ রাজধানীর পুরানা পল্টনের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে তার বাসার টয়লেট থেকে উদ্ধার হয় গৃহকর্মী লিপি আক্তারের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেল মর্গে।
রাজধানীর পুরানা পল্টনের ইস্টার্ন রেইনবো টাওয়ারে পরিবারসহ থাকেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক শাহনেওয়াজ মুরাদ। লিপি আত্মহত্যা করেছেন বলে দাবি করেন এই গৃহকর্তা।
এ ঘটনায় পল্টন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন পল্টন থানারভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
লিপি আক্তারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সেখানে তার মায়ের কাছে রেখেছেন দুই সন্তানকে।
তার স্বজনরা জানান, বনিবনা না হওয়ায় স্বামীর বাড়ি ছেড়েছিলেন লিপি। মাস ছয়েক আগে গৃহকর্মীর কাজ নিয়ে আসেন ঢাকায়।
আগামীনিউজ/সোহেল