1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাদক ও সাহেদের সই করা চেকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২০, ১১:০২ এএম মাদক ও সাহেদের সই করা চেকসহ আটক ২
সংগৃহীত

ঢাকা: সাভারের আশুলিয়া থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের সিল ও স্বাক্ষরযুক্ত চেক বইয়ের ৪৮টি পাতা উদ্ধার করা হয়েছে।

এ সময় বিভিন্ন মাদকদ্রব্যসহ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী ও তার গাড়ি চালককেও আটক করেছে র‍্যাব।

এ প্রসঙ্গে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আটক গিয়াস উদ্দীন জালালী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ফকির সুলতান জালালীর ছেলে। আর প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান শরিয়তপুরের জাজিরা থানার ছোট কৃষ্ণনগরের ফয়জুল মাতবরের ছেলে।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় গিয়াস উদ্দীন জালালীর কাছ থেকে মো. সাহেদের সীল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউও শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিং নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরণী শাখার একটি চেক বই পাওয়া যায়।

এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আগামী নিউজ/এআর/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner