1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি: ঘটনার পর দ্রুত জায়গায় পরিবর্তন করে আবুল বাশার

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ১২:৪৩ পিএম বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি: ঘটনার পর দ্রুত জায়গায় পরিবর্তন করে আবুল বাশার
ছবি :আগামীনিউজ

ঢাকা: গত ২৯ জুন পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি অভিযুক্ত ময়ূর-২ এর মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করেছে র‌্যাব। রেববার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে  কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, র‌্যাব-১০ এর অধিনায়ক মো. কাইয়ুমুজ্জামান খান।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটনার পর থেকে আবুল বাশার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিল। ঘটনার দিন সে মাগুরাতে নিজ গ্রামের বাড়ি চলে যায় এবং রাতে পার্শ্ববর্তী একটি গ্রামে আরেকজনের বাসায় অবস্থান করে। এরপর ফরিদপুরের বোয়ালমারীসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। পরবর্তীতে স্থান পরিবর্তনের জন্য ঢাকার উদ্দেশে রওনা দিলে তাকে গ্রেফতার করে র‌্যাব।

এর আগে, গত বৃহস্পতিবার ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেককে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করে নৌ পুলিশ। তার আগে গ্রেফতার হয় ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালাম।

গত ২৯ জুন রাজধানীর সদরঘাটে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লঞ্চ ডুবির ঘটনায় নৌ-পুলিশ বাদি হয়ে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টার, স্টাফসহ অজ্ঞাত আরো পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়।

আগামীনিউজ/এআর/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner