1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিদেশীদের সহায়তায় ফেসবুকে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ০৩:১৯ পিএম বিদেশীদের সহায়তায় ফেসবুকে প্রতারণা

ঢাকা : বিদেশীদের সহায়তায় ফেসবুকে প্রতারণা করে আসছে এমন চক্রের তিন প্রতারককে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- অমিত কর (৩৬), পঙ্কজ কুমার (৫৬) ও মোঃ শওকত আলী। শনিবার (১৪ মার্চ) বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গুলশান জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেন। বন্ধুত্বের সুবাদে বিদেশ থেকে লাগেজে উপহার হিসেবে পাঠেনো স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী উত্তোলনের প্রলোভন দেখিয়ে মানুষের টাকা হাতিয়ে নিতেন।

গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, তারা বিভিন্ন ব্যাংকে নিজেদের নামে একাধিক একাউন্ট ‍খুলে সহজ সরল মানুষদের ধোঁকা দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে উক্ত একাউন্টে জমা রাখতেন। তাদের প্রতারক দলে বিদেশি নাগরিকরা সক্রিয় সদস্য হিসেবে জড়িত আছে। মূলত তারা বিদেশিদের পরিকল্পনায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে অনেক নিরীহ জনগণকে সর্বশান্ত করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা হয়েছে।

আগামীনিউজ/সুমন/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner