ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সুরিটোলা স্কুলের সামনে ডিউটি করছিলেন বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫ টায়।
সেময় ইউসুফ নামের ৭ বছরের একটি শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে নাম-ঠিকানা জিজ্ঞেস করেন। কিন্তু সে নাম ঠিকান সঠিকভাবে বলতে পারেনি। যার কারণে এএসআই শামসুল ইসলাম ইউসুফকে হেফাজতে নিয়ে বংশাল থানার শিশু বান্ধব ডেস্কের তত্বাবধানে রাখেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শাহীন ফকির জানান, থানায় নিয়ে এসে ইউসুফকে আবারো জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে বিস্তারিত কোন তথ্য দিতে পারেনি। তবু তার দেওয়া অসম্পূর্ন তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা পুলিশের সহায়তায় নলুয়া ইসলামিক সুন্নীয়া মাদ্রাসায় খুজঁ খবর নেওয়া হয়। সেখানে শিশুটির পরিচয় পাওয়া যায় এবং শিশুটির বাবা মায়ের সাথে যোগাযোগ করা হয়। শিশুটির বাবার নাম শাহজাহান মিয়া। তারা নারায়নগঞ্জের পাইকপাড়ার আমিনা মঞ্জিলে বসবাস করেন। ইউসুফের বাবা-মা বংশাল থানায় আসলে তাকে তাদের হেফাজতে প্রদান করা হয়।
শাহজাহান মিয়া নিরাপদে ইউসুফকে ফিরে পেয়ে বংশাল থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামীনিউজ/সুমন/মিজান