
ঢাকা : পরিমাপে কারচুপির অপরাধে মেসার্স গুলশান সার্ভিস স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পেট্রোল পাম্পটির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী একটি মামলা করা হয়েছে।
রাজধানীর মহাখালী এলাকায় সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মামলা ও জরিমানা করা হয়। বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকার মহাখালী এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স গুলশান সার্ভিস স্টেশনের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ৫০ ও ৬০ মিলিলিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রত্যেক ১০ লিটারে ৫০ মিলিলিটার কম দেয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মো. ইনজামামুল হক ও মো. নাজমুস সাদাত।
আগামীনিউজ/সবুজ