1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজধানীর কামাল স্টিল মিলে ৭ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ১০:০৭ এএম রাজধানীর কামাল স্টিল মিলে ৭ শ্রমিক দগ্ধ

ঢাকা : রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় একটি স্টিল কারখানায় লোহা গলানোর সময় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কামাল স্টিল মিলস লিমিটেডে নামক কারখানায় এই ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। লোহা গলানোর সময় আগুনের ফুলকি লেগে তারা দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দগ্ধ ৭ শ্রমিক হলেন রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬), বাবর (৩৫), দুলাল (২৭), সুজন (২৮)।

কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল জানান, রাতে ডিউটিতে এই সাত শ্রমিক লোহা গলানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ আগুনের ফুলকি শরীরে লেগে দগ্ধ হয় তারা। পরে তাদের বার্ন ইউনিটে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, দগ্ধ সাতজন রোগী চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আসে। এরমধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ দুলালের ১০ শতাংশ ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner