1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‍‍‘নির্বাচনের আগে অস্ত্রধারী ও নাশকতাকারীদের ধরা হচ্ছে‍‍’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০২:৪৩ পিএম ‍‍‘নির্বাচনের আগে অস্ত্রধারী ও নাশকতাকারীদের ধরা হচ্ছে‍‍’

ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেছেন, আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগে থেকে অস্ত্রধারী-নাশকতাকারীদের ধরা হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো বহিরাগতদের হয়রানি নয়, বহিরাগতদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। শুধু তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করছে যারা অস্ত্রধারী, নির্বাচনে সহিংসতা করতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন এ তথ্য জানান।

পত্র-পত্রিকায় খবর আসছে, বিএনপিও অভিযোগ করেছে যে বহিরাগতদের নাম করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। বহিরাগত বলতে আপনারা কী বোঝাচ্ছেন জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আসন্ন। এই নির্বাচনকালে ঢাকায় কে বহিরাগত কে স্থানীয় বাসিন্দা তা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। আমরা সেটা জানি। আসলে আমরা কোনো বহিরাগতকে গ্রেফতারে অভিযানে নামিনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ যেন বজায় থাকে, নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে সেদিকেই লক্ষ্য রাখছে পুলিশ।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কোন রাজনৈতিক দলের তা আমাদের দেখার বিষয় নয়, কোনো রাজনৈতিক দলের নেতা কী বললেন সেটাও দেখার বিষয় না। আমরা বিশেষ কোনো অভিযানে নামিনি। সন্ত্রাসী যদি হয় তাহলে সেটা নির্বাচনের আগে কি আর পরেই কি। সন্ত্রাসী অস্ত্রধারীদের গ্রেফতার করবে পুলিশ। তবে নির্বাচনকালে পুলিশের অতিরিক্ত মুভমেন্ট তো থাকেই। নির্বাচন পরিপন্থী কোনো কাজ নিজেদের মধ্যেও হবে না, কোনো ব্যক্তি বা দল কিংবা সংগঠন, প্রার্থী কিংবা সমর্থক হোক নির্বাচন পরিপন্থী কিছু করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আগামীনিউজ/মোরসু/হাসি /এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner