1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আড়ংয়ের চেঞ্জরুমে গোপনে ভিডিও, সহকর্মীর দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৮:০০ পিএম আড়ংয়ের চেঞ্জরুমে গোপনে ভিডিও, সহকর্মীর দোষ স্বীকার
সিরাজুল ইসলাম সজীব

ঢাকাঃ আড়ংয়ের রাজধানীর বনানী শাখার কর্মচারী চেঞ্জরুমে গোপনে ভিডিও করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সিরাজুল ইসলাম সজীব নামে ওই যুবক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সজীব আড়ংয়ের বনানী শাখার সাবেক কর্মী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ১ দিনের রিমান্ড শেষে সজীবকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আজহারুল ইসলাম। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে সিটিটিসির এসআই ফারুক হোসেন ২৫ জানুয়ারি বনানী থানায় মামলাটি দায়ের করেন। ওই দিনই সজীবকে গ্রেফতার করা হয়। পরদিন সজীবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৬ জানুয়ারি ভুক্তভোগী ওই তরুণী বনানী থানায় সজীবের বিরুদ্ধে একটি জিডি করেন এবং সাইবার সিকিউরিটি অ‌্যান্ড ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন।

ওই তরুণী অভিযোগ করেন, গত ১১ জানুয়ারি সজীব পোশাক পরিবর্তনের একটি ভিডিও তাকে প্রেরণ করে। পরে সজীব ওই তরুণীকে তার শরীর দেখাতে বলে এবং তা না করলে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

তরুণীর অভিযোগের পর সাইবার সিকিউরিটি অ‌্যান্ড ক্রাইম বিভাগ ২৫ জানুয়ারি অভিযানে নামে। কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ায় মনিপুর স্কুলের সামনে থেকে সজীবকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, গত বছর আড়ং এ কর্মরত থাকা অবস্থায় বনানী আড়ংয়ের চতুর্থ তলায় কর্মচারী চেঞ্জরুমের বাইরের সানসেটে দাঁড়িয়ে সেলফি স্টিক দিয়ে মোবাইল ক্যামেরা ব্যবহার করে। আড়ংয়ের নারী কর্মচারীদের অজান্তে ইউনিফর্ম পরিবর্তনের ভিডিও ধারণ করতো সে।

তার মোবাইলে ধারণ করা এমন ভিডিও’র বিষয়ে সে জানায়, পোশাক পরিবর্তনের ভিডিওগুলো পাঁচ তরুণীসহ বনানী আড়ংয়ে কর্মরত বেশ কয়েকজন নারী কর্মচারীর। যা তিনি গত বছর ডিসেম্বরে চাকরিচ্যুত হওয়ার আগে একই কায়দায় ধারণ এবং সংরক্ষণ করেন।

বনানী শাখার এক নারী কর্মচারীর ব্যক্তিগত ভিডিও গত বছর অক্টোবরে আপলোড করার দায়ে গত ডিসেম্বর মাসে তাকে চাকরিচ্যুত করা হয়।

আগামীনিউজ/মোরসু/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner