ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটে দিকনির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানিয়েছে, ভোর থেকে ঘন কুয়াশা থাকায় সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, কুয়াশার কারণে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আগামীনিউজ/ হাসি/এনএনআর