কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি ও বিদেশি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সি কটেজের চারতলায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ।
পরে রাতে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।
আসামিরা পর্নোগ্রাফি তৈরি করে তা টাকার বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিন্টু মণ্ডল (৩০), আবু তালেব মিয়ার ছেলে সোহানুর রহমান (২৮), আইয়ুব আলীর ছেলে অন্তর আলী (২৩), শহরের হাউজিং সি-ব্লক এলাকার আব্দুস সালামের ছেলে আকাশ রাকিবুল (২১), বগুড়ার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল মজিদ (২২), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লিখন (২৫), কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের তিতুমীরের ছেলে ফাহিদ হোসেন (১৬) এবং মৃত মনোয়ার হোসেনের ছেলে ফয়েজ মাহমুদ তুষার (২৩)।
পুলিশ জানায়, একটি চক্র ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যম পর্নোগ্রাফি ভিডিও উৎপাদন করা ও বিদেশি ওয়েবসাইটে সরবরাহ করছে বলে বিভিন্ন মাধ্যমে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে অভিযোগ আসে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই জিন্নাহ্ আহাম্মেদসহ পুলিশের একটি দল হাউজিং ডি ব্লক এলাকার একটি ৪ তলা বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দরজার ভেতর থেকে লক করে তাদের কম্পিউটার থেকে বিভিন্ন আলামত ডিলিট করতে শুরু করে এবং কম্পিউটারের হার্ডডিক্স লুকিয়ে ফেলে। পরে পুলিশ ভেতরে ঢুকে তল্লাশি করে সেই হার্ডডিক্স উদ্ধার করে। পর্নগ্রাফির ভিডিও সম্বলিত বিভিন্ন আলামতসহ ওই আট যুবককে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেফতার আট আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।
বুইউ