1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ১২:৫৩ পিএম আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লায় একটি পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

গাড়িচালকের নাম জাহাঙ্গীর। তিনি হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক। তবে নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতরা হলেন- খানপুরের ইরানি, জামতলার সারা ও নাজমা, চানমারির আমজাদ, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল, মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner