কিশোরগঞ্জঃ ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল গতকাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুলসুমকে গ্রেপ্তার করেছে।
সহকারী উপ পরিদর্শক (নিরস্ত্র) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম বেগম (৪৫), স্বামী- মো. মিজানুর রহমান, সাং- জগন্নাথপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গতকাল ১৮ জুলাই বেলা ১১.০০ টায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া এলাকা হতে গ্রেফতার করে। আমামি কুলসুম বেগম (৪৫) গ্রেফতার এড়াতে দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
আমামি কুলসুম বেগম (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মামলা নং-৮, তারিখ- ০৮ জুন, ২০১২; ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভৈরব থানার মামলা নং-২৬(০২)২০১৩, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি; অত্র মামলায় কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামি।
এছাড়াও আসামি কুলসুম বেগম (৪৫) একাধিক মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মামলা নং-৩৩/৩৩, তারিখ- ১৮ জানুয়ারি, ২০১৮; ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মামলা নং-৫, জিআর ২১৭/২০২০, তারিখ- ০৯ ডিসেম্বর, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলার অভিযুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে ভৈরব থানা পুলিশ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন বলে থানা সূত্রে জানাগেছে।
বুইউ