1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খোকসায় ভ্যান চালক হত্যা, গ্রেফতার ২

কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ১০:০১ পিএম খোকসায় ভ্যান চালক হত্যা, গ্রেফতার ২
ফাইল ছবি

কুষ্টিয়াঃ গড়াই নদীর শহর রক্ষা বাঁধের মাথা থেকে উদ্ধার করা নিহত ভ্যান চালক নাসিরুল হত্যার প্রধান দুই আসামীকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আটক দুই আসামীর মধ্যে ইতি খাতুন ওরফে ঝর্ণা (১৬) নামের এক যুবতী রয়েছেন। তিনি শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের মোশারফ হোসেনের মেয়ে। এ ছাড়া এ হত্যার প্রধান আসামী লাল চাঁদ (২৩) কে আটক করা হয়েছে। সে একই ইউনিয়নের সিংঘড়িয়া গ্রামের ফিরোজ মোল্লার ছেলে। 

 

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভ্যান চালক নাসিরুল হত্যার সাথে জড়িতদের সনাক্ত করা হয়। তার আলোকে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবতীসহ প্রধান আসামীকে আটক করা হয়।

 

তিনি দাবি কারেন, আটক আসামীরা শুধুমাত্র ব্যাটারী চালিত পাখি ভ্যানটি চুরির উদ্দেশ্যেই ভ্যান চালক নাসিরুলকে হত্যা করে। পরিস্থিতি খারাপ থাকায় তারা ভ্যান রেখে পালিয়ে যায়। মামলার তদন্তের স্বার্থে ও অন্যদের আটকের জন্য বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান। 

 

উল্লেখ্য, জুন মাসের ২৬ তারিখ রাত সাড়ে ৯ টার পর সঙ্গবদ্ধ চক্রটি নারী সদস্য ইতিকে দিয়ে ভ্যান চালক নাসিরুলকে খোকসা শহর রক্ষা বাঁধে নিয়ে যায়। সেখানে গলায় নাইলনের দঁড়ি পেঁচিয়ে ও ইট দিয়ে মুখ থেতলিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। পরে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরের দিন ভ্যান চালকের পরিবার মৃতদেহের পরিচয় নিশ্চিত করেন। প্রায় একই সময়য়ে গড়াই নদীর খানপুর দ্বিপচর থেকে আরো দু’টি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

 

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner