নোয়াখালীঃ নোয়াখালী সুবর্ণচরে তিন যুগেও সড়ক পাকাকরণ হয়নি। নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। সড়ক পাকা করণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী জনসাধারণ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের অলি উদ্দিন মার্কেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীরা বলেন, চর জুবিলী ইউনিয়ন হয়ে চরজব্বর ইউনিয়নের সিডিএসপি সড়ক ও চরজব্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বায়তুল আমান জামে মসজিদ সড়কটি চার পাশে ৬ কিলোমিটার সড়ক পাকা করণ না হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা এবং কৃষি কাজ পণ্য সরবরাহে। কাঁদা সড়ক হওয়ায় কৃষকেরা পাচ্ছেনা ফসলের নায্যদাম, বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়ক গুলো। বন্দী হয়ে পড়ে বাসবাসরত মানুষ।
ভুক্তভোগীদের দাবী অতি দ্রুত সড়ক গুলো পাকাকরণ করা। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনা এবং কৃষকদের ফসল রপ্তানি কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এমপি, উপজেলা চেয়ারম্যান, স্হানীয় চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুবর্ণচর উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর , সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক অলি উদ্দিন, জবিল সর্দার, খোকন বেপারী, শেফালী খাতুন, কৃষক আব্দুর রব প্রমূখ।
মুজাহিদুল ইসলাম সোহেল/এমআইসি