1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৭:২৮ পিএম ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন
ফাইল ছবি

রাজবাড়ীঃ রাজবাড়ীতে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তির প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। 

 

রোববার(২৫জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় প্রদান করেন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের সহকারী সরকারি কৌঁশুলী (এপিপি) আইনজীবী সাইফুল ইসলাম।

 

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আবদুল মান্নান গায়েন ওরফে মান্নান কবিরাজ (৫২)। তাঁর বাবার নাম মোহন গাইন। অপরজন মান্নানের প্রতিবেশী চরবাগমারা গ্রামের মনসুর উদ্দিন বিশ্বাসের ছেলে ফারুক উদ্দিন বিশ্বাস (৩৫)।

 

আদালত সূত্রে জানা যায়, চিকিৎসা দেওয়ার কথা বলে রাতের বেলায় বাড়ির পাশে মাঠের মধ্যে এক নারীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এঘটনায় ভুক্তভোগি নারী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পরে তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালতে উভয়পক্ষের দীর্ঘ আলোচনা, সাক্ষী উপস্থাপন ও যুক্তি-তর্ক শেষে আদালত এই রায় দেন। রায় প্রদানের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এপিপি সাইফুল ইসলাম। চিকিৎসা সেবার নামে এক নারীর সঙ্গে পৈশাচিক নির্যাতন করা হয়ে ছিল। উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আজ রায় প্রকাশ করেছেন। রায়ে আমরা খুশি।

 

মিঠুন গোস্বামী/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner