নওগাঁঃ রোপা আমন মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
সোমবার (১৯ জুন) সকাল ১১ টায় জেলার ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এই কর্মসূচির আওতায় এক বিঘা জমি চাষের উপযোগী প্রয়োজনীয় বীজ ও সার ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মধ্যে বিতরণ করা হয়। এই কর্মসূচিতে ১১শ ১৫ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সহায়তা করা হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দীন প্রমুখ।
বুইউ