1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অভাবের তাড়নায় সন্তানকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৭:১৫ পিএম অভাবের তাড়নায় সন্তানকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

নোয়াখালীঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১৪ মাস বয়সী শিশুকে বিষপান করিয়ে নিজেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

বিষপানে গুরুত্বর অসুস্থ বাচ্চাকে চরজব্বার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান আর মা কোহিনুর বেগম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

 

নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে।  শিশুর বাবা নোয়াখালীর চাটখিল উপজেলায় রাজমিস্ত্রীর কাজ করেন।

 

মঙ্গলবার  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে স্লুইজ গেইটে এ ঘটনা ঘটে।  

 

চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে।  সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির প্রায় ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়।   

 

শিশুর দাদা আলা উদ্দিন বলেন, ছেলেকে আপেল মাল্টা খাওয়ানো নিয়ে স্বামী ও শ্বাশুড়ির মধ্যে সামান্য কথা কাটাকাটির জেরে সে ছেলেকে বিষপান করিয়ে নিজে বিষপান করে। 

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন,প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে পারিবারিক কলহের জেরে ও অভাব অনটনের তাড়নায় ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে।  এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে।  নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।    

 

ওসি আরও বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।  এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner