1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর ওপর প্রতিপক্ষের হামলা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৯:৩০ পিএম আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর ওপর প্রতিপক্ষের হামলা
ফাইল ছবি

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় সংসদ সদস্যের অনুসারী চার নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ঝিটকা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

 

হামলায় আহত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম চৌধুরী রিফাত, উপজেলার বাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রশিদ এবং ছাত্রলীগের কর্মী ফয়েজ আহমেদ।

 

জানা গেছে, সম্প্রতি বালুমহাল ইজারা পান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের এক আত্মীয়। ইজারা না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের অনুসারী পক্ষ নির্ধারিত স্থানের বাইরে থেকে বালু তোলার অভিযোগ করে। এর প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে তারা উপজেলার ঝিটকা এলাকায় মানববন্ধনের আয়োজন করে। খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় উপজেলা পরিষদের চেয়ারম্যানের লোকজন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হামলায় দুজন আহত হন। সেখান থেকে ফেরার পথে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আহত হন।

 

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমান বলেন, ‘আমরা ঝিটকায় আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান করছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যানের লোকজন হামলা করলে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম চৌধুরী রিফাত ও কর্মী ফয়েজ আহত হন। রিফাতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, ‘হামলায় আওয়ামী লীগের উপজেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক আব্দুল আজিজ আহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন বলে শুনেছি।’ কে বা কারা হামলা করেছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে আহত মুস্তাকিম চৌধুরী রিফাত বলেন, ‘আওয়ামী লীগের অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা চেয়ারম্যানের লোকজন হামলা করে। হামলায় আহত হয়ে আমি এখন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।’

 

আহত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ বলেন, ‘লেছড়াগঞ্জ বাজার থেকে আমি বাড়ি ফিরছিলাম। পথে উপজেলা চেয়ারম্যানের ২০-২৫ জন লোক আমার ওপর হামলা করে।’

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। মানববন্ধনের বিরোধিতা করায় নাজমুল মোল্লা, শুভ, নাইম নামের তিনজনকে মারধর করেছে মানববন্ধনের পক্ষের লোকজন।

 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান  বলেন অভিযোগ পেয়ে সেখানে গিয়ে নির্ধারিত জায়গা থেকে বালু উত্তোলন করতে দেখা গেছে। আবারও এমন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মোস্তাকিম চৌধুরী  রিফাত/এমআইসি

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner