কিশোরগঞ্জ জেলা শহর থেকে অপহৃত এক কলেজছাত্রীকে করিমগঞ্জ উপজেলার হাওর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত সূতারপাড়া ইউনিয়নের বালিয়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে র্যাব-১৪।
আটকরা হলো অপহরণ চক্রের মূলহোতা বিল্লাল হোসেন (২২) এবং তার তিন সহযোগী তরিকুল ইসলাম রাব্বী (২১), আবুল হোসাইন (২০) ও সৌরভ ঘোষ (১৯)।
র্যাব-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান জানান, কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলির বাসিন্দা ওই কলেজছাত্রী বাসা থেকে কলেজে যাওয়ার সময় বুধবার (২২ জানুয়ারি) বিকালে অপহরণ হয়।
এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বরের সূত্র ধরে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে করিমগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত বালিখোলা এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও চারজনকে আটক করা হয়।
তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্ধার কলেজছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আগামী নিউজ/এসকেআর/এসএম/এনএনআর