
টাঙ্গাইলঃ মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে এই যানজট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষেরা।
এদিকে বঙ্গবন্ধু সেতুর উপর এবং সেতুর ভায়াডাক্ট অংশে পরপর কয়েকটা পরিবহন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তিতে সেগুলো অপসরণ করে সেতু কর্তৃপক্ষ। এছাড়া রাতে বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা দুইবার কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে জানা গেছে।
শুক্রবার (২১ এপ্রিল) ভোররাত থেকে একমুখী মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে গাড়ির চাপ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দিকে পর পর কয়েকটা গাড়ি নষ্ট হওয়ায় গাড়ির চাপ পড়েছে মহাসড়কে। এতে সেতুপূর্ব গোল চত্ত্বর থেকে মহাসড়কের আনালিয়াবাড়ি পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে তা ঠিক হয়ে যাবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/বুইউ